ইনক্রিমেন্ট প্রমোশন চাইলে অফিস ডেস্কে এই গাছ রাখুন

27 March, 2025

 বাস্তু ঠিক না থাকলে বাড়ি কিংবা অফিস কোথাও স্বাভাবিক পরিস্থিতি থাকে না। নেতিবাচক প্রভাব পড়ে।

বাস্তুতে পেশা ও আর্থিক সৌভাগ্য ফেরাতে কিছু গাছকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়।

কিছু গাছ যদি ঘরের ভিতরে বা বাড়ির আশেপাশে বাস্তু মেনে রাখা যায় বা লাগানো হয় তবে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে বলে বিশ্বাস।

 বাস্তু মতে, ক্র্যাসুলা  গাছ মানি প্ল্যান্টের চেয়েও বেশি সম্পদ-সৌভাগ্য আকর্ষণ করে বলে মনে করা হয়।

বাড়িতে পজিটিভ এনার্জি ধরে রাখতে এবং নেগেটিভ শক্তির প্রভাব এড়াতে ক্র্যাসুলা প্ল্যান্টকে সঠিক দিকে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্র্যাসুলা অর্থ কষ্ট দূর করে। বাড়িতে বা অফিসে এই গাছ লাগালে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। বাস্তি মতে এই গাছ দারুণ উপকারী।

অনেকেরই প্রচুর আয় হওয়া সত্ত্বেও হাতে টাকা থাকে না, সব খরচ হয়ে যায়। এ ক্ষেত্রে আপনি ক্র্যাসুলা ঘরে আনতে পারেন।

বাড়ির প্রবেশদ্বারের ডানদিকে ক্র্যাসুলা গাছ রাখুন। এছাড়াও, আপনি এটি আপনার অফিসের ডেস্কেও রাখতে পারেন।

ক্র্যাসুলা গাছ যেন শুকিয়ে না যায়, সেটা দেখতে হবে। শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে সরিয়াে দিন, আর নতুন  ক্র্যাসুলা নিয়ে আসুন।