9 September, 2024

BY- Aajtak Bangla

রান্নাঘরে এই ৮ নিয়ম না মানলে লক্ষ্মী রুষ্ট হন, আয় বাড়ে না

হিন্দু ধর্মে গরুড় পুরাণে সুখ, সমৃদ্ধি এবং সুখী জীবনের প্রতিকার দেওয়া হয়েছে। যে বাড়িতে মহালক্ষ্মী বাস করেন, সেখানে অর্থ ও শস্যের অভাব হয় না।

রান্নাঘরে এই ৮ কাজ কখনও করবেন না। তাহলে লক্ষ্মী আপনার ঘরে থাকবে। 

সকালে স্নান করার পরই রান্নাঘরে প্রবেশ করুন। স্নান না করে রান্নাঘরে রান্না করবেন না।

প্রতিদিন রান্নার আগে উত্তর দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান। অগ্নিকে প্রণাম করুন।

রান্নাঘরে ডাস্টবিন রাখবেন না। রান্নাঘরে আবর্জনা যেন না জমে সেদিকে খেয়াল রাখুন।

রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি রাখুন। রান্না করার আগে দেবীকে প্রণাম করুন।

রাতে রান্নাঘরে এঁটো বাসন ফেলে রাখবেন না। দেবী লক্ষ্মী ক্রোধিত হন। ঘুমোনোর আগে রান্নাঘর পরিষ্কার করুন। 

রান্নার পর প্রথমে স্টোভকে সামান্য অন্ন অর্পণ করুন। 

সবসময় খুশি মনে রান্না করুন। রাগের মাথায় কখনও খাবার রান্না করবেন না।

দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করুন। রান্নাঘরে যেন কোনও পচা খাবার বা ফল না থাকে।