3 September, 2024

BY- Aajtak Bangla

 ভুলেও বাড়ির এই ৫ জায়গায় তুলসী রাখবেন না, কাঙাল হবেন

v

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী থাকলে ধন, সম্পদ ও সমৃদ্ধির অভাব হয় না।

তুলসী গাছ ঘরে রাখলে ইতিবাচক শক্তি আসে। তবে তুলসী গাছ লাগানোর একাধিক নিয়ম আছে। 

এই নিয়ম অনুযায়ী ঘরের বেশ কয়েকটি জায়গায় তুলসী গাছ রাখা নিষিদ্ধ। এতে হিতে বিপরীত হয়।

তুলসী ঠিক জায়গায় রাখলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। নেতিবাচক চিন্তাভাবনা থাকে না। থাকে সুখ ও শান্তি। 

দক্ষিণ দিকে তুলসী রাখবেন না। কারণ এই দিকটিকে যমের বাস বলে মনে করা হয়। দক্ষিণ দিকে গাছ রাখলে অশুভ ফল মেলে। 

তুলসী গাছকে কখনও বেসমেন্টে রাখা উচিত নয়। কারণ এটি অশুভ ফল দেয়। 

অন্ধকারে তুলসী রাখবেন না। ঘরের খোলা জায়গায় রাখুন। 

শিবের কাছে তুলসী রাখবেন না। শিবলিঙ্গকে তুলসী পাত্রে রাখা উচিত নয়। অশুভ ফল দেয়। 

বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য শুভ দিক উত্তর।  পূর্ব দিকেও লাগাতে পারেন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।