19 May, 2024

BY- Aajtak Bangla

বৃহস্পতির প্রিয় এই গাছ, বাড়িতে রাখলেই সমৃদ্ধি-অর্থে ভরবেন

বাস্তু শাস্ত্রে হলুদের গুণ অনেক। বাড়িতে হলুদের গাছ লাগানো শুভ ও সৌভাগ্যের প্রতীক। কোন দিকে লাগালে মঙ্গল? 

বাড়িতে হলুদের গাছ আনে সমৃদ্ধি। দূর হয় আর্থিক অনটন। কোন দিকে রাখবেন হলুদ গাছ?

হলুদ গাছ ঘরে রাখলে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়। সে কারণে জ্ঞান ও সমৃদ্ধি আসে ঘরে। দারিদ্র দূর হয়।

হলুদ মহাষৌধি। রান্না তো বটেই সর্বরোগহরা। হলুদ খেলে অসুখ-বিসুখ হয় না। কোন দিকে রাখবেন গাছ?

হলুদ গাছ দক্ষিণ এবং পূর্বের মাঝখানে রোপণ করুন। ঘরে আসে ইতিবাচক শক্তি। বাস্তু দোষও দূর হয়। 

বাড়িতে শান্তি ও সুখ চাইলে পশ্চিম-উত্তর দিকে হলুদের চারা লাগান।

পূর্ব বা উত্তর দিকে হলুদ গাছ রোপণও শুভ। সুখ, সমৃদ্ধি ও সম্পদ আসে ঘরে। 

ঘরের আলমারিতে হলুদের গুঁড়ো রাখলে মেলে দেবী লক্ষ্মীর কৃপা। ঘরে কখনও অর্থের অভাব হয় না। 

সনাতন ধর্মে হলুদ শুভ ও মঙ্গল। নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। বৃহস্পতিবার সকালে হলুদ ধারণ করুন। 

হলুদের মালা দিয়ে যে কোনও মন্ত্র জপ করলে শুভ ফল মেলে। তাই হোম-যজ্ঞেও হলুদ ব্যবহার হয়।