07 APRIL, 2025
BY- Aajtak Bangla
প্রতিটি বাড়িতে অন্তত একটি করে হলেও ঘড়ি থাকে। প্রতিদিন আমরা বিভিন্ন সময় ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে থাকি।
কিন্তু বাস্তুশাস্ত্র না মেনে বাড়ির যে কোনও দিকে ঘড়ি লাগালে তা আপনার জীবনে ঘোর বিপদ ডেকে আনতে পারে।
জেনে নিন, বাড়ির ঠিক কোথায় ঘড়ি লাগানো উচিত।
হিন্দু বাস্তুশাস্ত্র মতে, বাড়ির উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
এছাড়া শাস্ত্র মতে বাড়ির এই দিকে ঘড়ি রাখলে ঘরে ইতিবাচকতা স্থাপন হয় এবং মানসিক শান্তি বজায় থাকে।
বাস্তু অনুযায়ী, বাড়ির দক্ষিণ দিকে কখনই ঘড়ি রাখা উচিত নয়। বাড়ির এই দিকে ঘড়ি রাখলে ব্যবসায় সমস্যার সৃষ্টি হয় ও অগ্রগতি বন্ধ হয়ে যায়।
এছাড়াও ভুল করেও ঘরে খারাপ ঘড়ি বা বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। এবং ঘড়িতে ময়লা জমলে তা পরিষ্কার করা উচিত।
বন্ধ হয়ে যাওয়া ঘড়ি সর্বদা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করে। এর ফলে বিভিন্ন কাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
নীল, কালো, গেরুয়া রঙের ঘড়ি কখনই ব্যবহার করা উচিত নয়। নোংরা দেওয়ালে কখনই ঘড়ি টাঙানো উচিত নয়। এতে নেতিবাচক প্রভাব পড়ে