BY- Aajtak Bangla
9 February, 2025
কিছু গাছ হিন্দু ধর্মে খুব শুভ বলে মনে করা হয়। সেই সব গাছ পুজোও করা হয়। যেমন তুলসী।
সব হিন্দুর বাড়িতে পুজো করা হয় তুলসী। তেমনই লজ্জাবতী গাছও খুব শুভ।
বাড়িতে লজ্জাবতী গাছ রাখলে ঘরে আসে সুখ ও সমৃদ্ধি। আর্থিক সংকট দূর হয়। কর্মজীবনে সাফল্য আসে।
আর্থিক সংকট দূর হয়। কর্মজীবনে সাফল্য আসে লজ্জাবতী গাছ বাড়িতে রাখলে।
শনির প্রিয় গাছ লজ্জাবতী। বাড়িতে রাখলে শনির দোষ কাটে। সাড়ে সাতিতে স্বস্তি মেলে।
শনির প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ি রাখুন লজ্জাবতী গাছ।
লজ্জাবতী গাছের পুজো করলে শনিদেব প্রসন্ন হন। শনি সংক্রান্ত সমস্যা মিটে যায়। লজ্জাবতী গাছ শিবের খুব প্রিয়।
বাড়িতে কোনও কারণে অশান্তি হলে সেই সমস্যা দ্রুত মিটে যায়। দাম্পত্য জীবনে সমস্যা কাটাতেও লাগান লজ্জাবতী।
শনিবার বাড়িতে লাগান লজ্জাবতী গাছ।
লজ্জাবতী গাছ ঘরের ভিতরে রাখবেন না। মূল দরজার কাছে রাখুন। সম্ভব হলে বাড়ির প্রধান দরজার বাম পাশে রাখুন। ছাদে রাখলে দক্ষিণ দিকে রাখুন।