BY- Aajtak Bangla
25 August, 2025
বাস্তুমতে বাড়িতে গাছ-গাছালি থাকা শুভ ও অশুভ উভয় ফলই দিতে পারে।
তাই বাড়ির বারান্দা বা ছাদে গাছ লাগালে তা অবশ্যই বাস্তুবিদের পরামর্শ নিয়েই লাগান।
এছাড়াও সঠিক দিশায় গাছ পুঁতলে তা বাড়ির সৌভাগ্য নিয়ে আসে।
অনেকেই বাড়িতে টগর ফুলের গাছ লাগিয়ে থাকেন।
ছোট ছোট সাদা রঙের ফুল দেখলেই মনটা ভরে ওঠে।
তবে জানেন টগর গাছ বাড়িতে রাখা বাস্তুমতে কতটা ঠিক?
টগর গাছ বাড়িতে রোপণ করলে সেখানে লক্ষ্মী দেবীর আগমন ঘটে।
এই ফুলের গাছ পশ্চিম, উত্তর ও পূর্বদিকে থাকলে গৃহস্বামীর শ্রী বৃদ্ধি হয়।
যে কোনও পুজোতেই টগর ফুল লাগে। তাই এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়ির পরিবেশও ইতিবাচক হয়।