29 March, 2025

BY- Aajtak Bangla

ঘরের কোণায় নুন রেখে দিন, তারপর যা হবে তা ভাবতেও পারবেন না

খাবারের স্বাদ বাড়াতে আমরা সবাই নুন ব্যবহার করে থাকি।

 কিন্তু জানেন কি, লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, আপনার আশপাশের নেতিবাচক অশুভ শক্তিকেও দূর করে।

বাস্তুশাস্ত্র অনুসারে লবণের মাধ্যমে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এটি বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

বাস্তু মতে কোনও ধাতব পাত্রে লবণ রাখা উচিত নয়। নুন সবসময় কাচের পাত্রে রাখতে হবে। আর তাতেই সুখ শান্তি আসবে।

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর পরিষ্কার করার সময় জলে কিছু লবণ যোগ করুন। সপ্তাহে এক-দু’বার নুন জল দিয়ে ঘর পরিষ্কার করতে পারেন।

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, এভাবে ধনসম্পদ লাভের সম্ভাবনা থাকে। সেই সঙ্গে ঘরে পজিটিভ এনার্জি আসে।

বাস্তুশাস্ত্র অনুসারে, নুন নেতিবাচক শক্তিকে ঘর থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই বাথরুমে একটি কাচের বাটিতে সামুদ্রিক লবণ রাখতে পারেন।

সংসারে আর্থিক সঙ্কট দেখা দিলে নুনের তার প্রতিকার রয়েছে বলে দাবি বাস্তুর। কাচের পাত্রে দু’চামচ লবণ ও চার-পাঁচটি লবঙ্গ ফেলে ঘরের এক কোণায় রাখুন।

এমন জায়গা বেছে নিন, যা কারও চোখে পড়বে না। এর ফলে ঘরে টাকার প্রবাহ সুষ্ঠুভাবে হবে এবং দূর হবে সঙ্কট