28 JULY, 2023
BY- Aajtak Bangla
সন্তানের পড়াশোনায় মন নেই? এই টিপসে কাজ হবেই
পড়ার টেবিলের সঙ্গেও জড়িয়ে আছে বাস্তুশাস্ত্রের নানা টোটকা৷
সেগুলি অনুসরণ করলে মসৃণ হবে আপনার সন্তানের পড়াশোনার পথ৷
বাস্তুশাস্ত্র অনুযায়ী, পড়ার ঘরে টেবিল রাখার আদর্শ দিক হল উত্তর এবং দক্ষিণ৷ অর্থাৎ টেবিলে যে পড়বে, তার মুখ যেন থাকে উত্তর বা দক্ষিণ দিকেই৷
দক্ষিণপূর্ব, উত্তরপূর্ব, দক্ষিণপশ্চিম, উত্তরপশ্চিম এবং দক্ষিণ দিকে কখনওই পড়ার টেবিল রাখবেন না। মনোসংযোগে অভাব বৃদ্ধি পায়।
পড়ার টেবিলের আকার হতে হবে আয়তাকার৷ অন্য কোনও আকারের টেবিল অশুভ শক্তিকে ডেকে আনতে পারে৷ তাই সেগুলি বর্জনীয়৷
পড়ার টেবিল সব সময় কাঠের হওয়াই বাঞ্ছনীয়৷ একইসঙ্গে পড়ার টেবিলের মেটিরিয়াল যেন টেকসই হয়, দেখতে হবে সেটাও৷
ঘরের দেওয়ালের সঙ্গে টেবিল ঠেকিয়ে রাখবেন না৷ দেওয়াল থেকে টেবিলের যেন সামান্য হলেও ফাঁকা অংশ থাকে৷ সব সময় গুছিয়েও রাখতে হবে টেবিল৷
পড়ার টেবিলের কাছেই দেওয়ালে রাখুন অনুপ্রেরণামূলক উদ্ধৃতি৷ টেবিলের উল্টোদিকে ফাঁকা দেওয়াল না রাখাই ভাল।
টেবিলের রং রাখুন প্যাস্টেল নীল এবং সবুজ৷ হাল্কা সাদা বা ক্রিম রঙাও করতে পারেন।
যদি গাঢ় রঙের টেবিল হয় তাহলে অশুভ প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে৷
Related Stories
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা
বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা চান? এই ৩ জিনিস মেনে চলুন
কানের ময়লা বের হবে বিনা খোঁচাখুঁচিতে, এই ৩ ট্রিক শিখে রাখুন