BY- Aajtak Bangla
5th May, 2024
রান্না ঘরে বসবাস করেন মা অন্নপূর্ণা। তিনিই অন্নের দেবী। তাঁর জন্যই খাবার জোটে মানুষের। শাস্ত্র মতে, তাই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। না হলে দেবী অন্নপূর্ণা অসন্তষ্ট হন।
বাস্তুমতে, রান্নার পর কখনও রান্নাঘর নোংরা রাখবেন। কোথাও যেন এঁটো খাবার পড়ে না থাকে। তাহলে দেবী রান্না ঘর ছেড়ে পালান। তাতে ঘরে অভাব আসে।
এমনিতে রান্নাঘরে সব সময় নানা ধরনের বাসন থাকে। তবে বাস্তুমতে, দুটো বাসন এমন আছে যেগুলো রান্নাঘরে উল্টে রাখলে ঘোর অমঙ্গল হয়। সংসারে বিপদ ঘনিয়ে আসে। আর্থিক অভাব দেখা যায়।
এই বাসনগুলোর মধ্যে একটি হল কড়াই। বাস্তুমতে রান্না ঘরে কখনও কড়াই উল্টো করে রাখতে নেই। তাতে রান্নাঘর থেকে বেরিয়ে যান দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণা।
রান্নার পর কড়াই কখনও উল্টে রাখতে নেই। তাতে বাড়িতে বিপদ আসে। সংসারে অশান্তি নেমে আসে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। সন্তানের বিপদ ঘনিয়ে আসে। লেখাপড়া বা অন্য কোনও ক্ষেত্রে সে পিছিয়ে পড়ে।
বাস্তুমতে, রান্নার পর কড়াই কখনও বেশিক্ষণ ফেলে রাখা উচিত নয়। কড়াইয়ের কাজ হয়ে গেলে তা মেজে নেওয়া মঙ্গল। তারপর তা সোজা করে রাখুন।
দ্বিতীয় বাসনটি হল চাটু। এতে রুটি করা হয়। চাটুও কখনও উল্টে রাখতে নেই। চাটু উল্টে রাখলে ব্যবসা বা চাকরিক্ষেত্রে উন্নতি হবে না। ঘরে অশান্তি লেগেই থাকবে।
চাটু উল্টে রাখার আর একটা অসুবিধে হল, কখনও কোনও কাজে সফল হবেন না। সবেতেই অসফল হতে হবে। সেজন্য চাটু উল্টে রাখবেন না।