31 January 2025
BY- Aajtak Bangla
বাড়িতে প্রজাপতি এলে সকলেই বিশ্বাস করে বিয়ে হতে চলেছে। প্রজাপতিকে সকলেই শুভ বলে মনে করে।
তবে আজকাল প্রজাপতি খুব কম দেখা যায়। সব জায়গায় শুধু মথ দেখা যায়। বাড়িতেও মথ ঘুরে বেড়ায়।
বাড়িতে মথ আসা কী শুভ নাকি অশুভ? জেনে রাখুন। কীভাবে বাড়ি থেকে মথ তাড়াতে হবে সেটাও জেনে নিন।
মথ হল প্রজাপতির সঙ্গে সম্পর্কিত এবং লেপিডোপ্টেরা বর্গের অন্তর্গত কীটের একটি প্যারাফাইলেটিক দল।
লেপিডোপ্টেরা বর্গের অধিকাংশ প্রজাতির পতঙ্গ।
ঘরে মথের প্রবেশ হলেই ভারতীয়শাস্ত্র মতে তাকে খারাপ ঘটনার সামিল বলে মনে করা হয়।
এতে সেই বাড়ি বা আশপাশের কোনও সদস্যের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে বলে মনে করা হয়।
বাড়িতে মথ এলে কোনও রোগ জ্বালা হতে পারে।
অনেক সময়েই দেখা যায় পাখির ঝাঁক বা বিশেষ কোনও পাখি ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এতে অশুভ ইঙ্গিত মেলে বলে খবর। পাখি এভাবে ঘরে বন্দি অবস্থায় ছটফট করাকে খারাপ বলে মনে করেন অনেকেই।