27 December, 2023
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্রে ঝাড়ু সংক্রান্ত অনেক নিয়ম ব্যাখ্যা করা হয়েছে। হিন্দু ধর্মে ঝাড়ুকে সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়।
ঘরে ঝাড়ু রাখার বাস্তু নিয়ম মেনে চললে ঘর ধন-সম্পদে ভরে যায়। জানুন ঝাড়ু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম।
বাস্তুতে ঝাড়ু সর্বদা দক্ষিণ ও পশ্চিম দিকে রাখা শুভ বলে মনে করা হয়।
বাস্তুতে ঝাড়ু সর্বদা দক্ষিণ ও পশ্চিম দিকে রাখা শুভ বলে মনে করা হয়।
ঝাঁটা কখনওই দাঁড় করিয়ে রাখা উচিত নয়। শুইয়ে রাখবেন। রান্নাঘরে কখনই ঝাড়ু রাখা উচিত নয়। বাস্তুর এই নিয়মগুলি মেনে চললে, দেবী লক্ষ্মী সর্বদা প্রসন্ন হন।
বাস্তু মতে ভাঙা ঝাড়ু কখনই ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে দারিদ্র্য আসে। ঝাড়ুর ওপর পা রাখবেন না।
সন্ধেয় কখনই ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। এতে করে সম্পদের দেবী লক্ষ্মী ওপর ক্রুদ্ধ হন।
ঝাড়ু কেনার ভাল দিন হল মঙ্গল, শনি এবং রবিবার। সোমবার ও শুক্লপক্ষে ঝাড়ু কিনলে ক্ষতি হয়। এতে পরিবারের সদস্যদের আর্থিক সংকটে পড়তে হয়।
সূর্যাস্তের পর ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, কিন্তু যদি কোনও কারণে সন্ধেয় ঝাড়ু দিতে হয়, তাহলে সেই সময় বাড়ির আবর্জনা বা মাটি ঘরের বাইরে ফেলা উচিত নয়। তাহলে ঘরে দারিদ্র্য আসে।