9 February, 2025

BY- Aajtak Bangla

বাড়ির এদিকে হলুদ গাছ রাখলেই খেলা হবে, গাড়ি-বাড়ি সব পাবেন

হলুদের গুণ প্রচুর। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি রোগও সারায়। আয়ুর্বেদে এর উল্ল্যেখ রয়েছে।

বাস্তু শাস্ত্রেও হলুদের গুরুত্ব রয়েছে। বাড়িতে হলুদ গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। কারণ এই গাছ সৌভাগ্যের প্রতীক। 

বাড়িতে হলুদ গাছ থাকলে সমৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে। আর্থিক দিক থেকে লাভবান হওয়া যায়। তবে কোন দিকে রাখবেন হলুদ গাছ?

ঘরে হলুদ গাছ রাখলে বাড়ে বৃহস্পতি গ্রহের শক্তি। আর সেই কারণেই দারিদ্র দূর হয়।

হলুদ গাছ দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝে লাগাতে হবে। তাতেই দূর হবে বাস্তু দোষ। আসবে সমৃদ্ধি।

বাড়িতে শান্তির জন্য পশ্চিম-উত্তর দিকে হলুদের চারা লাগালে ফল পাওয়া যায়।

আবার ঘরের আলমারিতে গুঁড়ো হলুদ রাখলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। ফলে ঘরে অর্থের অভাব হয় না।

সনাতন ধর্ম অনুসারে, হলুদ শুভ। এই হলুদ নেতিবাচক শক্তিকে ধ্বংস করে।  

সেই কারণেই হোম-যজ্ঞে বা যে কোনও শুভ কাজে হলুদ ব্যবহার হয়।