3 OCT, 2024
BY- Aajtak Bangla
ময়ূর একটি খুব সন্দর পাখি। অনেকেই তাঁদের বাড়িতে এই পালকের তোড়া রাখেন।
বাড়িতে ময়ূরের পালক রাখা অনেক শুভ মনে করা হয়। জেনে নেওয়া যাক ঘরের কোন জায়গায় ময়ূরের পালক রাখবেন।
বাড়ির পূর্বদিকে ময়ূরের পালক রাখা শুভ মানা হয়। এছাড়া উত্তর-পশ্চিম দিকেও রাখা যায়।
ময়ূরের পালক ঘরের পূর্ব দিকের দেওয়ালে লাগালে পজিটিভ শক্তি পাওয়া যায়।
যারা পড়াশুনো করে তাঁরা ময়ূরের পালক পড়ার বই বা পড়ার টেবিলে রাখতে পারেন। এটা করলে পড়ায় মন বসবে।
ময়ূরের পালক বেড্রুমে রাখলে পারিবারিক জীবন সুখের হয়ে যায়।
ময়ূরের ৪টি পালক বেঁধে ঘরের পূর্ব দিকের দেওয়ালে রাখলে বাড়ির বাস্তু দোষ কেটে যায়।
ঘরের উত্তর-পশ্চিম দিকে ময়ূরের পালক রাখলে রাহুর দোষ কেটে যায়।