BY- Aajtak Bangla

বাড়ির এদিকে এসি রাখলে হবে সর্বনাশ, জেনে নিন বাস্তু টিপস

31 JULY, 2025

কোনদিকে রাখবেন এসি? কোনদিকে রাখলে জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন? না জানলে দেখা যেতে পারে নানা অশুভ ফল!

তা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। এদিকে বাস্তুশাস্ত্র বলছে, এসি সাধারণত ঘরের উত্তর বা পূর্ব দিকে রাখাই শুভ।

দক্ষিণ বা পশ্চিম দিকটা এড়িয়ে চলাই ভাল। তবে শুধু বাস্তুশাস্ত্র নয়, দিকে মেনে এসি রাখলে বৈজ্ঞানিকভাবেও কিছু পজেটিভ এফেক্ট দেখা যেতে পারে। বাঁচবে টাকাও।

এই যেমন উত্তর বা পূর্ব দিকগুলি সাধারণ ঠান্ডা থাকে, সূর্যের আলো কম থাকে।.

তাই এইদিকে এসি রাখলে ঘর ঠান্ডা রাখতে সুবিধা হয় এবং বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হয়। অন্যদিকে দক্ষিণ বা পশ্চিম দিকে দিনের বেলায় বেশি রোদ থাকে।

ফলে এদিকে এসি রাখলে ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগবে। বিদ্যুৎ খরচও বাড়বে। অন্যদিকে বিছানার উপর সরাসরি এসির হওয়া আসে এমনভাবে এসি না রাখাই ভাল।

এতে ঠান্ডা হওয়া সরাসরি গায়ে লাগবে। যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকরও বটে।

যেদিকে ঘরের দরজা-জানলা রয়েছে সেদিকে মুখ করে এসি না রাখাই ভাল। কারণ তাতে ঠান্ডা হাওয়া বাইরে বের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ঘরের কোণের দিকেও না রাখাই ভাল, কারণ এতে হাওয়া চলাচলে বাধা আসতে পারে। তবে সবার আগে ঘরের সাইজ অনুযায়ী এসি ব্যবহার করা উচিত।

কত টনের এসি কিনবেন তা ঘরের মাপ দেখেই বাছা উচিত। তাহলে সামগ্রিকভাবে ঠান্ডা হতে বেশি সময় লাগে না।