26 March,, 2023

BY- Aajtak Bangla

অর্থ আর সুখ চান? তুলসী গাছে দিন মহাদেবের প্রিয় এই জিনিস

সনাতন ধর্মে তুলসী গাছকে পুজো করার রীতি। মায়ের মর্যাদা পেয়েছে তুলসী।

প্রতিটি সনাতনী ঘরে তুলসী পুজো করা হয়। ঘরে আসে ইতিবাচক শক্তি, সুখ এবং সমৃদ্ধি।

তুলসী পুজো করলে সন্তুষ্ট হন শ্রী বিষ্ণু ও লক্ষ্মী। তুলসী গাছে বিশেষ জিনিস দিলে মেলে শিবের কৃপা।

বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো উচিত নয়। সবসময় উত্তর বা পূর্বে রাখুন তুলসী গাছকে। 

রবিবার ও একাদশীতে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। তুলসীকে জল ছাড়া এই জিনিস দিলে খুশি হন মহাদেব।

তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করুন। পরিবারে ঝামেলা ও ঝগড়া হয় না। তবে দুধ দেওয়ার নিয়ম আছে। 

তুলসী গাছে কাঁচা দুধ দিলে বাড়ির আয় বাড়ে। হয় আর্থিক লাভ। আর্থিক সমস্যা থাকে না।

কাঁচা দুধ সরাসরি তুলসীকে দেবেন না। কাঁচা দুধে জল মেশান। বৃহস্পতিবার দুধ অপর্ণ করুন। ওই দিন বিষ্ণুর।

কখনও স্নান না করে, বাসি কাপড়ে ছোঁবেন না তুলসী। 

শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। ভুল করেও শিবকে তুলসী নিবেদন করবেন না। রুষ্ট হন মহাদেব।