BY- Aajtak Bangla
18th January, 2025
বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে খুবই শুভ গাছ বলে মনে করা হয়। এই গাছ বাড়িতে রাখলে সুখ-সমৃদ্ধি আসে।
তবে বাস্তু অনুযায়ী মানি প্ল্যান্ট রাখার কিছু বিশেষ নিয়ম রয়েছে।
এই গাছ বাড়িতে ইচিবাচকতা নিয়ে আসে। কিন্তু এই গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে তা মোটেও শুভ নয়।
জ্যোতিষ মতে, মানি প্ল্যান্ট একটি নির্দিষ্ট গ্রহের সঙ্গে যুক্ত। যখন সেই গ্রহের অবস্থান দুর্বল হয়ে পড়ে তার প্রভাব পড়তে পারে এই মানি প্ল্যান্টর ওপর।
মানি প্ল্যান্ট শুক্র গ্রহের সঙ্গে জড়িত। সৌভাগ্য, সম্পদ, বিলাসিতা, সুখ ও ঐশ্বর্যের প্রতীক হল শুক্র।
ফলে মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে শুক্র গ্রহের সমস্যা হতে পারে।
আর এমনটা হলে বাড়িতে আর্থিক সঙ্কট তৈরি হতে পারে।
মানি প্ল্যান্ট সব সময় যে কোনও বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখতে হয়। ভুল জায়গায় রাখলেও গাছ শুকিয়ে যেতে পারে।
বাস্তু মতে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ অগ্নি কোণে মানি প্ল্যান্ট রাখা উচিত। তাহলে বাড়িতে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে।