5 MAY, 2025

BY- Aajtak Bangla

ঘরের এ দিকে দেওয়াল ঘড়ি রাখলেই সর্বনাশ, কাঙাল হবেন; রইল বাস্তু টিপস 

ঘরে ঘড়ি সঠিক দিকে থাকা খুবই জরুরি। ঘড়ির কাঁটা ভুল দিকে থাকলে আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যা হয়।

দেওয়াল ঘড়ি

সঠিক দিকে এবং সঠিক জায়গার ঘড়ি ভাগ্যকে ঠিক পথে নিয়ে যেতে পারে। 

ভাগ্য বদলাতে পারে

শুধু দিক নয়, ঘড়ির রং এবং এর আকারও গুরুত্বপূর্ণ। কোন দিকে, কীভাবে ঘড়ি রাখা উচিত

ঘড়ির আকার

পূর্ব ও উত্তর দিকে রাখা ঘড়ি শুভ ফল দেয়। সব কাজে সময়ে করা যায়। জীবনে আসে শৃঙ্খলা।

শৃঙ্খলা আনতে

ঘড়ি পশ্চিম দিকে রাখা উচিত নয়। এই দিকে ঘড়ি রাখলে যে কোনও কাজে পিছিয়ে পড়বেন। 

পশ্চিম দিকে

ঘড়ি দক্ষিণ দিকে রাখা উচিত নয়। খারাপ সময় নিয়ে আসে। বাড়ি ও অফিসে সমস্যা বাড়ায়। 

দক্ষিণ দিকে

ঘড়ি কখনও দরজার উপরে রাখা উচিত নয়। এতে কোনও কাজে ফল মেলে না। কাজে আসে বাধা। হাওয়া কাজও হয় না। 

দরজার উপরে

  ঘরে কখনও ভাঙা ও বন্ধ ঘড়ি রাখবেন না। ঘড়ি সবসময় সচল রাখবেন। বন্ধ ঘড়ি দুর্ভাগ্য আনে।

ঘড়ির কাঁটা আগে-পরে রাখবেন না। এতে জীবনে বাধাবিপত্তি আসে। কারেক্ট টাইমে রাখবেন

ঘরে হালকা রঙের ঘড়ি লাগাতে হবে। গাঢ় রঙের ঘড়ি নেতিবাচকতা আনে।