BY- Aajtak Bangla

বাস্তু মতে এইদিকে গাছ রাখলে জীবনে উন্নতি হয়

19 May 2025

জীবনে শান্তি, সুখ ও ইতিবাচক শক্তি আনতে গাছ রাখার দিক খুবই গুরুত্বপূর্ণ। জানুন কোন দিকে গাছ রাখলে ভালো ফল পাওয়া যায়।

বাস্তু মতে,

উত্তর দিকে তুলসী বা মানিপ্ল্যান্ট রাখলে মানসিক শান্তি ও সমৃদ্ধি বাড়ে। এই দিকটি কুবেরের দিক, অর্থনীতিতে সাহায্য করে।

উত্তর দিক

পূর্ব দিকে বেলগাছ, আমগাছ বা তুলসী রাখলে ঘরে পজিটিভ এনার্জি প্রবাহ বাড়ে। পরিবারে সুস্থতা বজায় থাকে।

পূর্ব দিক

এই দিকটি সবচেয়ে শুভ। এখানে তুলসী, অশোক বা বেলগাছ রাখলে মানসিক প্রশান্তি আসে ও ধ্যান, প্রার্থনায় ভালো ফল মেলে।

উত্তর-পূর্ব দিক (ইশান কোণ)

বাস্তু মতে দক্ষিণ দিকে ক্যাকটাস, বাঁশ বা কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। এতে অশান্তি ও ঝগড়া বাড়ে।

দক্ষিণ দিক

এই দিকে গাছ রাখলে সূর্যের আলো আটকে যেতে পারে। এতে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে বলে মনে করা হয়।

পশ্চিম দিক

বাস্তু মতে, টব বা ছোট গাছপালা রাখা যেতে পারে বারান্দা বা জানালার ধারে উত্তর বা পূর্ব দিকে। এতে ঘর সুন্দরও দেখায়।

বাগান বা টব

তুলসী গাছ সর্বদা উত্তর-পূর্ব বা পূর্ব দিকে রাখা উচিত। সকালে জল দিয়ে প্রদীপ জ্বালালে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে।

তুলসী গাছের জন্য

এই গাছগুলো ঘরে নয়

ক্যাকটাস, বনসাই, কাঁটাযুক্ত গাছ ও দুঃখের প্রতীক। এমন গাছ ঘরে রাখলে বাস্তু দোষ হয়।

শান্তি ও সমৃদ্ধি

বাস্তু শাস্ত্র অনুযায়ী গাছ রাখার সঠিক দিক জানলে ঘরে আসে ভালোবাসা, স্বাস্থ্য ও অর্থ। নিজের ঘরের পরিবেশ বদলান আজই।