11 MAY, 2025
BY- Aajtak Bangla
স্মার্টফোনের রমরমা বাজারেও, বাড়ির দেওয়াল ঘড়ি আমাদের নিত্যসঙ্গী। কিন্তু দেওয়ালে ঘড়ি ঝুলিয়ে দিলেই হল না।
বাস্তুমতে, বাড়ির কোথায় দেওয়াল ঘড়ি ঝোলাচ্ছেন, তার উপর সুখ, শান্তি ও সমৃদ্ধিও নির্ভর করে।
বাড়ির পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি ঝোলানোই আদর্শ। দক্ষিণ দিকের দেওযালে ঝোলানো উচিত নয়।
ঘড়ি সচল রয়েছে কি না নজর রাখুন। পরিষ্কার রাখুন ঘড়ি, দেখুন কাচ যেন না ভাঙে। বন্ধ ঘড়ি বাড়িতে রাখা ঠিক নয়।
এখন নানা আকারের ঘড়ি বাজারে পাওয়া যায়। তবে কোন ধরণের ঘড়ি কিনবেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই সেদিকে খেয়াল রাখতে হবে।
ত্রিকোণ, চতুর্ভুজ নয়, দেওয়াল ঘড়ি হোক গোল। বাস্তু অনুযায়ী সেটিই আদর্শ।
ঘড়ির রং হালকা হওয়াই ভাল-সাদা, হালকা ধূসর, হালকা নীল, হালকা সবুজ বা ক্রিম।
উত্তরের দেওয়ালে ঘড়ি ঝোলালে ধাতবস সাদা বা ধুসর রং বাছুন।
পূর্ব দিকের দেওয়াল হলে কাঠের রং বা গাঢ় বাদামি ঘড়ি কিনতে পারেন। গাঢ় সবুজও চলবে।