ঘরের এই দিকে ওষুধ রাখলে তাড়াতাড়ি সুস্থ হবে না
9 June 23
BY- Aajtak Bangla
, স্
কথাতেই আছে, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ঠিক থাকলে মন থাকে ফুরফুরে।
শরীর-স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কিছুতেই মন লাগে না।
বাস্তুর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্য। বাস্তু দোষ থাকলে শরীরও ভাল থাকে না।
বাস্তু শাস্ত্র অনুসারে, ওষুধ রাখার জায়গার উপর স্বাস্থ্য নির্ভর করে। ভুল জায়গায় ওষুধ রাখলে বিপদ বাড়ে।
বাস্তু অনুসারে, উত্তর এবং উত্তর-পূর্ব দিক ওষুধ রাখার জন্য আদর্শ জায়গা।
ওষুধ ঠিক জায়গায় রাখলে স্বাস্থ্য দ্রুত ভাল হয়ে যায়। মেলে রোগমুক্তি।
দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ দিকে ওষুধ রাখলে নেতিবাচক প্রভাব ফেলে।
বাস্তু অনুসারে, ঘরের দক্ষিণ দিকে ওষুধ রাখা ক্ষতিকর। বাড়ির শিশুরা ওষুধ খেতে বাধ্য হয়।
ওষুধ ঠিক জায়গায় রাখলে ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
বাস্তুশাস্ত্র বলছে, রান্নাঘরে কখনও ওষুধ রাখা উচিত নয়। ব্যক্তির স্বাস্থ্যের খারাপ প্রভাব পড়ে। সামান্য কাটা দগদগে ঘায়ে পরিণত হতে পারে।
Related Stories
যে আলুই খান না কেন, এই আলু ভুলেও কিনবেন না
শুধু ঘটি কেন? বাঙালদেরও প্রিয়! এই কায়দায় বানান পোস্ত দিয়ে আলু ভাজা
বিয়ের সময় ৭ পাকে কেন ঘুরতে হয়? কারণটা জানুন
ভুলেও ডিমের সঙ্গে খাবেন না এই ৫ খাবার, গ্যাস-অ্যাসিডিটিতে ভুগবেন