13 Jan, 2025

BY- Aajtak Bangla

শনিবার নিরামিষ খেলে কী কী অবাক করা উপকার পাওয়া যায় জানেন?

শনিবার হল শনির দিন। এই দিন নিরামিষ খাওয়া উচিত। নিরামিষ খেলে ভালো ফল পাওয়া যায়। 

শনিবার নিরামিষ খেলে অবাক করা ফল পাওয়া যায়। সেজন্য প্রতি শনিবার নিরামিষ খান। 

কী কী উপকার পাওয়া যায়? শনিবার নিরামিষ খেলে শনিদেবের কৃপা লাভ করা যায়। 

যাদের শনি দুর্বল তাদের জীবনে সুখ-শান্তি থাকে না। নিরামিষ খেলে সংসারে শান্তি ফিরে আসে।

শনিদেব কারও সহায় হলে টাকা-পয়সার অভাব হয় না। সেজন্য এদিন তাঁর পুজো করা উচিত। 

এ ছাড়া রাহুকে তুষ্ট রাখার জন্য শনিবার নিরামিষ খাওয়া বাঞ্চনীয়।

 রাহুল শুভ প্রভাবে সমস্ত ধরণের সাংসারিক প্রতিষ্ঠা, বৈভব, প্রাশসনিক কার্যকুশলতা, রাজনীতি ও কূটনীতিতে সাফল্য মেলে।

রাহু অসন্তুষ্ট হলে অনেক ভালো কাজ করেও ফলাফল পাওয়া যায় না। সেজন্য শনিবার নিরামিষ খান।