10 JUly, 2023
BY- Aajtak Bangla
আমিষ প্রিয় দেশ এগুলি, এখানে নিরামিষ খায় না কেউ
নিরামিষ খেতে কেউ পছন্দ করেন আবার কারোর আমিষ খাবার পছন্দ। ভারতে আমিষ এবং নিরামিষ দুই ধরনের বাসিন্দাই রয়েছে।
তবে এমন কিছু দেশ আছে, যেখানে আমিষ খাবার খাওয়ার চল বেশি। নিরামিশাষী লোকের সংখ্যা হাতে গোনা। দেখে নিই সেই দেশগুলি কোনটি।
রাশিয়াতে সবচেয়ে কম নিরামিশাষী রয়েছেন। এখানে মাত্র ১ শতাংশ মানুষ নিরামিষ খাবার খান।
এমনকী পর্তুগালেও নিরামিষ খাবার খান পুরো জনসংখ্যার মাত্র ১.২ শতাংশ।
স্পেন ও কোরিয়ার চিত্রটাও খানিকটা এক। এখানে যথাক্রমে ১.৪ শতাংশ ও ৩ শতাংশ মানুষ নিরামিশাষী।
থাইল্যান্ডেও ৩.৩ শতাংশ মানুষ নিরামিষ খাবার খেয়ে থাকেন।
চিনেও নিরামিষ খাবার খেয়ে থাকেন ৪ থেকে ৫ শতাংশ মানুষ।
গ্রিসেও ৪ শতাংশ ও আয়ারল্যান্ডেও ৪.৩-৮.৩ শতাংশ মানুষ নিরামিষ খাবার খেয়ে থাকেন।
ব্রিটেন ও আমেরিকাতে নিরামিষ খেয়ে থাকেন মাত্র ৫ শতাংশ মানুষ।
ফ্রান্স ও ইউক্রেনের মতো দেশে নিরামিষ খাবার খেয়ে থাকেন ৫.২ শতাংশ মানুষ।
জাপানেও অবস্থা একই। এই দেশে মাত্র ৯ শতাংশ লোক নিরামিষ খাবার খান।
অস্ট্রেলিয়াতে ১২.১ শতাংশ ও আর্জেন্টিনাতে ১২ শতাংশ মানুষ নিরামিষ খাবার খেয়ে থাকেন।
Related Stories
বাড়ির সকলে এক সাবান? ভয়ঙ্কর ক্ষতি হতে পারে
এই পরোটা শুধু শুধুই খায়, খেলেই চাইবেন বারবার
শীতে মিষ্টি আলুর চোখা বানাবেন? এই উপকরণ দিলে আঙুল চাটবেন
একরাত ভিজিয়েই ছোলায় বেরোবে কল, শুধু টেকনিকটা শিখে নিন