11 May, 2025

BY- Aajtak Bangla

সাপে কামড়ানোর পর কী করলে বেঁচে যাবেন? জানুন সেই টেকনিক

বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।

কালাচ, চন্দ্রবোড়া, কেউটে, গোখরো কামড়ালে আর রক্ষে নেই।  

সাপে কামড়ালেই ৫ কৌশলে সুস্থ হতে পারেন। এই কৌশলের নাম RIGHT। 

R- Reassurance- আতঙ্কে মৃত্যু হয়। তাই রোগীকে আশ্বস্ত করুন কিস্যু হবে না।

I- Immobilization-নাড়াচাড়া কম করুন। শরীরে কম বিষ ছড়াবে। স্কেল বা বাঁশের টুকরো-সহ যে অংশে কামড়াবে কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন।

GH- Go To Hospital- নিকটতম হাসপাতালে নিয়ে যান রোগীকে। রোগীর সঙ্গে কথা বলতে থাকুন। 

নিওস্টিগমিন, অ্যাট্রোপিন এবং অ্যাড্রিনালিন যেন থাকে হাসপাতালে। 

  T- Tell Doctor for Treatment- চিকিৎসকে সব সমস্যার কথা বলুন। 

RULE OF 100- সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার AVS শরীরে প্রবেশ করলে বাঁচার সম্ভাবনা ১০০%।

20 WBCT- রক্ত জমাট বেঁধেছে কিনা দেখা হয়। রক্ত জমাট না বাঁধলে চন্দ্রবোড়ার কামড়।