01 August, 2024

BY- Aajtak Bangla

এক চুটকি ভিক্সে মশা বাড়িছাড়া হবে, রইল নিনজা টেকনিক

বৃষ্টি নামলেই শুরু হয় মশার উপদ্রব। এই মরসুমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো বিপজ্জনক রোগ ছড়ায়।

সংক্রমণের ভয় এড়াতে সকলেই মশার তেল, কয়েল জ্বালান। কিন্তু তেমন কোনও কাজে আসে না।

বাড়ি থেকে মশা তাড়ানোর কার্যকরী উপায় জানা থাকলে মশার চিন্তা করবেন না।

এর জন্য লাগবে এক চুটকি ভিক্স ভেপোরাব।

-ভিক্স ভেপোরাব এক চামচ -বেকিং পাউডার এক চামচ - আধা কাপ গরম জল নিন

প্রথমে একটি বাটি নিন এবং তাতে এক চামচ ভিক্স ভেপোরব নিন। এবার এতে এক চামচ বেকিং সোডা দিয়ে মেশান। 

দ্রবণ তৈরি করতে এতে আধা কাপ গরম জল মিশিয়ে নিন। এইভাবে মশা তাড়ানোর তরল প্রস্তুত।

অবশ্যই মশা তাড়ানোর মেশিন ব্যবহার করছেন। অনেক খালি বাক্সও পড়ে থাকবে হয়তো ঘরে। সাবধানে এর ঢাকনাটি সরিয়ে নিন এবং এর পাত্রে ভিক্স এবং বেকিং সোডার তরল ঢেলে দিন। এবার বাক্সের ওপর আবার ঢাকনা দিয়ে যন্ত্রের মতো ব্যবহার করুন।

সুইচ চালু করলেই ভিক্সের সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়বে এবং মশাও দূর-দূরান্তে দেখা যাবে না। যদি ভিক্স না থাকে তবে এই পদ্ধতিতে পুদিনা তেল বা ইউক্যালিপটাস তেলও ব্যবহার করতে পারেন।