17 March, 2025
BY- Aajtak Bangla
রামসে ভাতৃদ্বয় ৩০টির বেশি হরর সিনেমা বানিয়েছেন। প্রায় সবই বি–গ্রেডের হরর সিনেমা।
তাঁদের এই ‘হরর-যাত্রা’র অন্যতম সফল সিনেমার অভিনেত্রী ছিলেন জেসমিন। তবে সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরই তিনি লাপাত্তা হয়ে যান।
বলিউডে অভিষেক – ১৯৭৯ সালে ‘সরকারি মেহমান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেসমিন।
১৯৮৮ সালে রামসে ব্রাদার্স পরিচালিত ‘বীরানা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
অল্প বাজেটে নির্মিত হলেও ‘বীরানা’ বক্স অফিসে আড়াই কোটির বেশি আয় করে।
সুপারহিট সিনেমার পরই জেসমিন রহস্যজনকভাবে বলিউড থেকে গায়েব হয়ে যান।
তাঁর অন্তর্ধান আজও রহস্যাবৃত, যা বলিউডের অন্যতম আলোচিত ঘটনা হয়ে আছে।
‘বীরানা’র সিক্যুয়েল করার পরিকল্পনা ছিল, কিন্তু তা কখনো বাস্তবায়িত হয়নি।
২০১৭ সালে শ্যাম রামসে জানান, জেসমিন মুম্বাইতেই আছেন এবং ব্যক্তিগত কারণে চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।