BY- Aajtak Bangla

আহা! এক চুমুকেই পরম শান্তি, ৫ মিনিটে বানান ভার্জিন মোহিতো 

21 SEPTEMBER 2024

গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, কিংবা বাড়িতে হঠাৎ অতিথি হাজির,  ধোঁয়া ওঠা চায়ের বদলে ঠাণ্ডা পানীয় বেশি পছন্দ প্রায় সকলের। 

বাজার চলতি সফ্ট ড্রিঙ্কস দেওয়া ভীষণ একঘেয়ে ব্যাপার। সাধারণ শরবত দেওয়ার বদলে বানাতে পারেন ভার্জিন মোহিতো। রইল প্রণালী।

 উপকরণ (১জনের) ২৫০ মিলি সাদা সফ্ট ড্রিঙ্কস বা সোডা ওয়াটার, ১টি টুকরো করে কাটা লেবু, ১ টেবিল চামচ ফ্রেশ পুদিনা পাতা। 

উপকরণ ১ চিমটি নুন, ২ চা চামচ চিনি গুঁড়ো ( যদি লাগে), প্রয়োজন অনুযায়ী বরফ

প্রথমে একটা গ্লাসের মধ্যে সামান্য নুন, পুদিনা পাতা ও লেবুর টুকরোগুলোকে একটু ক্রাশ করে নিতে হবে।

এবার গ্লাসের মধ্যে পরিমাণ মতো বরফ ও ঢেলে, সাদা সফ্ট ড্রিঙ্কস দিতে হবে ।

এরপর ওপর থেকে একটা লেবুর স্লাইস ও আরও কিছুটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

যদি সফ্ট ড্রিঙ্কসের জায়গায় সোডা ব্যবহার করতে চান, তাহলে এর সঙ্গে মেশাতে হবে সামান্য চিনির গুড়ো।