14 December, 2023
BY- Aajtak Bangla
এখন সকলের হাতে হাতে স্মার্টফোন।
অনেকে সারাক্ষণ ধরে ফোন ঘাটেন।
অনেক সময় ফোনে ভাইরাসের সংক্রমণ হতে পারে।
এই কয়েকটি কথা মানলে হবে না ফোনে ভাইরাসের আক্রমণ-
কখনই কোনো অজানা লিঙ্ক ভুল করেও খুলবেন না ।
অচেনা কোনও নাম্বার বা ইমেলের কোনো লিঙ্ক ভুল করেও খুলবেন না ।
ভুল করেও কোনো সন্দেহজনক ওয়েবসাইট ভিজিট করবেন না।
গুগল প্লে বা অ্যাপ স্টোর ছাড়া অন্যকোনো ওয়েবসাইট দিয়ে অ্যাপ ইনস্টল করবেন না।
ফ্রী wi-Fiএর স্ক্যাম থেকে দূরে থাকুন।