BY- Aajtak Bangla
21 March, 2024
ভারতবর্ষের যুব সমাজকে সবথেকে বেশি প্রভাবিত করেছেন স্বামী বিবেকানন্দ। তাঁকে যুগনায়কও বলা হয়।
মানুষের জীবন কেমন হওয়া উচিত, কেমন যাপন হওয়া প্রয়োজন তা নিয়ে বিবেকানন্দের উক্তি অক্ষরে অক্ষরে পালন করলে বদলে যাবে জীবন।
বিবেকানন্দ বলেছেন, 'ওঠো, জাগো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না, যতক্ষণ তোমার লক্ষ্যে না পৌঁছতে পারছ।'
তিনি বলেছিলেন, ধৈর্য ধরো। তাহলে সাফল্য আসবে। তথাকথিত ভাগ্যে বিশ্বাসী ছিলেন না তিনি। বরং নিজের হাতে ভাগ্য গড়ায় বিশ্বাসী ছিলেন।
বিবেকানন্দ বলতেন, মানুষের ভিতরেই সব। সাহস-শক্তি যার যা প্রয়োজন সব মানুষের মধ্যেই আছে। তাই অন্যের মুখাপেক্ষী না থেকে নিজের মধ্যে সাহস আনো।
বিবেকানন্দ বিশ্বাস করতেন, যে মানুষ মনের কথা শুনে, পরিশ্রমের সঙ্গে কাজ করেন, তিনি সফল হন। তাঁর সাফল্য কেউ আটকাতে পারে না।
যদি কোনও মানুষ মনের মতো কাজ করে তবে সে নিজের ভিতরে আর এক মানুষের সন্ধান পায়। যাকে অন্তরাত্মাও বলা যেতে পারে।
যদি কোনও মানুষ যোগ্য হয়, তাহলে কোনও শক্তি তাকে আটকাতে পারবে না। সে সফল হবেই। যে যার দাবিদার সে সেটা পাবেই।