24 JAN, 2025

BY- Aajtak Bangla

হাঁটলেই সুস্থ নয়, হার্ট অ্যাটাকও হতে পারে, কীভাবে হাঁটবেন সঠিক জানুন

v

ওজন কমাতে কিংবা শরীর সুস্থ রাখতে সকলেই নিত্যদিন হাঁটেন। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তা আমরা কমবেশি সকলেই জানি। নিয়মিত হাঁটলে বড় রোগের ঝুঁকি কমে।

এমনকী ওজনও হু হু করে কমতে থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হার্ট ভালো থাকে, কমে হার্ট অ্যাটাকের ঝুঁকিও।

তবে হাঁটার সময় ভুলেও কিন্তু এই ভুলগুলি করবেন না। এতে কিন্তু আপনার হার্টের ক্ষতি হতে পারে। এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। জানুন হাঁটার সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন আপনি।

হাঁটার সময় প্রথমে আসতে আসতে হাঁটবেন। যদি আপনি দ্রুত হাঁটেন বা সবসময়ই হাঁটা শুরু করে শেষ পর্যন্ত দ্রুত হাঁটেন, তাহলে কিন্তু আপনার ক্যালোরি ঝড়বে ঠিকই, কিন্তু এটি আপনার অনেক সময় কষ্ট হতে পারে।

তাই যতটা আপনার পায়ের গতি আপনি ততটাই কিন্তু হাঁটবেন। না হলে অন্যথায় আপনার হার্টের ক্ষতি হতে পারে।

হাঁটার সময় পিঠ সোজা রেখে তবেই হাঁটবেন। নাহলে হার্টের উপর চাপ পড়বে। এতে আপনার রক্ত সঞ্চালনা একদমই ভালো হবে না, শ্বাস নিতে কষ্ট হবে।

এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকবে। শ্বাস ভালোভাবে নিন হাঁটার সময় শ্বাস ভালোভাবে নিন।

  গভীর শ্বাস নিলে অক্সিজেন সরবরাহ ভালো হয়। রক্ত সঞ্চালন ভালো হবে। অক্সিজেনের অভাব আপনার শরীরে হবে না। এতে হার্টের উপর কম চাপ পড়বে।

যখনই আপনি হাঁটবেন, তখন মানসিকভাবে শান্তি পাবেন। শারীরিকভাবে উপকার পাবেন। এতে আপনার হার্ট কিন্তু এমনিতেই ভালো থাকবে। যখন হাঁটবেন মাথায় কোনও চাপ না নিয়ে হাঁটবেন।

হাঁটার সময় অবশ্যই নিজের কাছে জল রাখুন। কারণ হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে একটু জল খাবেন। এতে আপনার হার্ট ভালো থাকবে। শরীর হাইড্রেট থাকবে। এতে কিন্তু আপনার শরীরে জলের ঘাটতিও হবে না। শরীর থাকবে সুস্থও।

যদি দেখেন হাঁটতে হাঁটতে প্রচুর গরম লাগছে আপনার কিংবা শরীর দিয়ে অত্যাধিক ঘাম বেরোচ্ছে তখন আসতে হাঁটবেন। যদি পারেন একটু জিরিয়ে নেবেন। একটু বিশ্রাম নেবেন। না হলে কিন্তু আপনার হার্টের ওপর বড় প্রভাব পড়তে পারে।