20 April, 2025
BY- Aajtak Bangla
পূর্বরেলের লোকাল ট্রেনগুলিতে সাইকেল নিয়ে যাওয়ার জন্য ভেন্ডর কামরায় এই সুযোগ থাকে।
যাত্রীকে নিজের টিকিটের পাশাপাশি আলাদা করে একটি লাগেজ টিকিট কাটতে হয়। এটি স্টেশনের থাকা টিকিট পরীক্ষক রশিদ কেটে দেন।
সাইকেল বহনের জন্য নির্ধারিত চার্জ নির্ভর করে দূরত্ব ও ওজনের উপর। সাধারণত ১৩০ কিলোমিটারে খরচ পড়ে ১৬০ টাকা।
যাত্রীকে সাইকেল ভেন্ডরে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যাতে অন্য যাত্রী বা মালপত্রের অসুবিধা না হয়।
সাইকেল নিয়ে প্ল্যাটফর্মে ওঠার সময় সাবধানে চলতে হবে, যাতে কাউকে আঘাত না লাগে বা দুর্ঘটনা না ঘটে।
সকাল ৮টা থেকে ১০টা এবং সন্ধে ৫টা থেকে ৮টার সময় সাইকেল নিয়ে ট্রেনে ওঠা এড়ানো ভালো, কারণ ভিড় বেশি থাকে।
গার্ড বা আরপিএফ কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে হবে। তাঁদের নির্দেশ অনুযায়ী সাইকেল তোলা বা নামানোর কাজ করতে হবে।
সাইকেল চার্জের টিকিট না থাকলে চেকিংয়ের সময় জরিমানা হতে পারে। তাই আগে থেকেই টিকিট কেটে নেওয়া বুদ্ধিমানের কাজ।
রেলের নিয়ম মাঝে মধ্যেই পাল্টায়। তাই ভ্রমণের আগে পূর্ব রেলের ওয়েবসাইট বা স্টেশন থেকে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া ভালো।