BY- Aajtak Bangla

গালে মাছির মতো কালো আঁচিল! সস্তা এই ফলের খোসায় সারবে একরাতে

3rd June 2024

পুরুষ হোক বা মহিলা আঁচিলের সমস্যায় অনেকেই ভোগেন। ওষুধ-পথ্যেও অনেক সময় কমে না এই আঁচিল।

রূপচর্চায় কলার খোসা ব্যবহার হয় এমনটাও কিন্তু নয়। আঁচিলের সমস্যা দূর করতেও বেশ কার্যকরী কলার খোসা।

আর কলা খেয়ে আমরা তার খোসা ফেলে দিয়ে থাকি। কিন্তু তার এত উপকার জানি না।

ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়।

ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেলেও অনেক সময় আঁচিল হতে পারে।

সেই কারণে অনেক সময় বগল, চোখের পাতা, কুচকি, গলা কিংবা ঘাড়ে আঁচিলের আধিক্য হয়।

আর আঁচিল সারানো অব্যর্থ ওষুধ হল কলার খোসা। এটি দারুণ উপকার আঁচিলের জন্য।

কলার খোসাতে প্রচুর পরিমাণ মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রূপচর্চায় বিশেষ ভূমিকা পালন করে এই কলার খোসা।

শরীরের যে কোনও অংশে আঁচিল দেখা দিলে কলার খোসার সাদা অংশটা দীর্ঘক্ষন ধরে সেই আঁচিলের ওপর ঘষে সেই আঁচিলের ওপর এক টুকরো কলার খোসা চাপা দিন। 

এরপর গজ ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিলেই চিরতরে বিদায় নেবে আঁচিলের সমস্যা।