BY- Aajtak Bangla
15 April 2024
শুধু কাজ করে টাকা ইনকাম করলেই হবে না। টাকা ধরেও রাখতে হয়। বাস্তুমতে সেজন্য মেনে চলতে হয় কতগুলো টিপস। ।
বাস্তুমতে, জামা-কাপড় কাচার উপরও নির্ভর করছে আপনার বাড়িতে শান্তি থাকবে কি না। জামা কাপড় ঠিক সময় না কাচলে বাড়িতে ঘোর অশান্তি।
বাস্তুমতে, কখনও অন্ধকারে জামা কাপড় কাচতে নেই। সারাদিন কাজকর্ম করে এসে জামা কাপড় কাচা ঠিক নয়। তাতে মা লক্ষ্মী অসন্তষ্ট হন। ।
জামা কাপড় সব সময় কাচা উচিত সূর্যের আলোতে। কাচার পরে তা মেলে দেওয়া উচিত রৌদ্রে।
কখনও ঘরের ভিতর জামা কাপড় মেলে দেওয়া উচিত নয়। এতে অসন্তুষ্ট হন দেব-দেবীরা। ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। ।
জামা কাপড় যদি খুব বাধ্য হয়ে রাত্রিবেলা কাচেনও তাহলে তা মেলে দেওয়া উচিত নয়। সকাল হলে তবেই মেলে দেওয়া উচিত। ।
বাস্তুমতে, জামা কাপড় কাচার পর তা যদি রৌদ্র থাকতে থাকতে না শুকিয়ে যায় তাহলে বাইরে ফেলে রাখা উচিত নয়।
বাস্তুমতে, জামা কাপড় কাচার আগে সব সময় পকেট চেক করা দরকার। পকেট সবসময় উল্টে পাল্টে দেখা দরকার।