15 May 2024

BY- Aajtak Bangla

সার্ভিসিংয়ের খরচা বাঁচান, নিজেই এভাবে পরিষ্কার করুন ওয়াশিং মেশিন

ওয়াশিং মেশিন পরিষ্কার করারও প্রয়োজন আছে, এর জন্য বারবার সার্ভিসিং করানোর দরকার নেই।

জামাকাপড়ের ময়লা, নোংরা, জীবাণু জলের সঙ্গে বেরিয়ে গেলেও মেশিনের মধ্যে ময়লা থেকে যেতে পারে। জামা-কাপড়ের সুতো বা সলিড ডিটারজেন্টের গুঁড়োও ওয়াশিং মেশিনের পাইপে জমে যেতে পারে। দিনের পর দিন এটি জমতে থাকলে মেশিন অচল হয়ে যেতে পারে।

জলে আয়রন বেশি থাকলে সেটাও জমে গিয়ে মেশিনের ভিতর জল বেরোনোর ছিদ্র বন্ধ হয়ে যায়।

তাই ওয়াশিং মেশিন সচল রাখতে সেটা নিয়মিত ও ঠিকমতো পরিষ্কার করা জরুরি। বাড়িতে নিজের হাতেই পরিষ্কার করে নিতে পারেন ওয়াশিং মেশিন।

পরিষ্কারের জন্য জামাকাপড় ছাড়া ওয়াশিং মেশিনের ভিতর প্রথমে জল ভর্তি করে দিন। এরপর সাদা ভিনিগার দিয়ে ২-৩ মিনিট মেশিনটি ওয়াশ মোডে চালিয়ে দিন। তাহলে মেশিনের ভিতরে জীবাণু, ব্যাকটেরিয়া থাকলে মরে যাবে। 

তারপর টুথব্রাশ দিয়ে মেশিনের ভিতর থেকে পাইপের অংশ পরিষ্কার করুন। মেশিনের পিছনে যে অংশের সঙ্গে পাইপ লাগানো থাকে, সেখান থেকে পাইপ খুলে মুখটা টুথব্রাশ ঘষে পরিষ্কার করুন। 

তারপর মেশিন চালিয়ে জল বের করে দিয়ে উপরের ঢাকনা কিছুক্ষণ খুলে রেখে ড্রাম শুকিয়ে নিন।

ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার জন্য ডিটারজেন্ট গুঁড়োর বদলে লিক্যুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। এতে পাইপে ডিটারজেন্ট গুঁড়ো জমবে না।