1 MAY 2025

BY- Aajtak Bangla

সাপের শঙ্খ লাগা দেখা কি শুভ? জেনে নিন

মনে করা হয়, যে এটা দেখলে নাকি রাজযোগ হয়। রাজা হয়ে যাবেন।

এ নিয়ে নানা মত আছে। অনেকে বলেন, দুই বা একাধিক পুরুষ সাপের মধ্যে লড়াইকেই সেটাকে শঙ্খ লাগা বলে। দুজনের মারামারি ওটা।

শঙ্খ লাগা আসলে কী?

আবার অনেকে মনে করেন এটা সাপের মিলন। সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীরা সাপের মিলনকে ‘মঙ্গলজনক’ বা ‘শুভ চিহ্ন’ হিসেবে মনে করেন।

কারো কারো মতে, এমন দৃশ্য চোখে পড়লে সন্তান বাসনা পূরণ হয়। কারো মতে শঙ্খ লাগলে বৃষ্টিপাত হয়।

বৃষ্টি হয়

আবার অনেকের ধারণা বা বিশ্বাস সাপের শঙ্খ লাগা স্থানে নতুন কাপড় বিছিয়ে রেখে ওই কাপড় যত্ন করে রাখলে সংসারে লক্ষ্মীর সমদৃষ্টি পড়ে।

বিশ্বাস

তবে প্রাণীবিদদের মতে এ ধরনের ধারণা বা বিশ্বাসের কোনো ভিত্তি নেই। সাপের শঙ্খ লাগা একটি সাধারণ ও প্রাকৃতিক বিষয়।

সাধারণ বিষয়

প্রজননের ঋতু ছাড়াও অন্য সময়ে তিন বা তার বেশি সাপের শঙ্খ লাগে। 

একাধিক সাপের মধ্যেও হয়

সবচেয়ে লক্ষণীয় বিষয় খেলার ছলে কিংবা আপন পৌরষত্ব জাহির করার জন্য দুটি পুরুষ সাপও শঙ্খ লাগে।

পৌরষত্ব জাহির