11 March, 2025
BY- Aajtak Bangla
ডিম সেদ্ধ করার পর অনেকে সেই জল ফেলে দেন। কিন্তু জানেন কি, এই জল গাছপালা, চুলের যত্ন, ঘর পরিষ্কার ও কম্পোস্টিংয়ের জন্য দারুণ উপকারী?
ডিম সেদ্ধ জলে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও আয়রন থাকে, যা বিভিন্ন কাজে লাগানো সম্ভব। দেখে নিন ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট—
ডিম সেদ্ধ জল ঠান্ডা করে গাছে দিলে মাটির পুষ্টিগুণ বাড়ে এবং গাছ আরও সবল ও সতেজ হয়। এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম গাছের শিকড়কে মজবুত করে এবং ক্লোরোফিল উৎপাদন বাড়ায়।
এই জল মাটিতে দিলে মাটির পিএইচ (pH) ব্যালান্স বজায় থাকে এবং প্রয়োজনীয় খনিজ উপাদান সরবরাহ হয়। ফলে গাছের বৃদ্ধির হার বাড়ে।
ডিম সেদ্ধ জলে থাকা খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে এবং খুশকি কমাতে সাহায্য করে। চুল উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতেও এই জল কার্যকর।
বিশেষ করে যাঁদের চুল শুষ্ক ও ক্ষতিগ্রস্ত, তাঁদের জন্য এটি কার্যকরী। এতে বিদ্যমান পুষ্টি উপাদান চুলের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং চুল আরও মসৃণ করে।
ডিম সেদ্ধ জল রান্নাঘরের সিঙ্ক, চুলার দাগ, মেঝে ও অন্যান্য জায়গা পরিষ্কার করতে ব্যবহার করা যায়। এটি প্রাকৃতিক ক্লিনার হিসেবে কাজ করে।
বাজারচলতি রাসায়নিক ক্লিনারের পরিবর্তে এই জল ব্যবহার করলে পরিবেশবান্ধব পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব।