BY- Aajtak Bangla
7 November, 2023
ঘরে, অফিসে বা বাইরে সব জায়গায় জল নিয়ে যাওয়া খুবই প্রয়োজন ।
তবে ততটাই মুশকিল হল জলের বোতল পরিষ্কার রাখা।
ভাল করে পরিষ্কার না করলে, এতে রয়ে যেতে পারে ব্যাক্টেরিয়া। যা, শরীরের জন্য ক্ষতিকারক।
কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে জলের বোতল সহজে পরিষ্কার করা যায়। রইল টিপস...
গরম জল – গরম জল দিয়ে বোতল ভরে কিছুক্ষণ রেখে, লিক্যুইড ডিশ ওয়াস মিশিয়ে ২-৩ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
স্ক্রাব – একটি বোতল পরিষ্কার ব্রাশ দিয়ে বোতলটি ও ঢাকনা ভাল করে ঘষে, জল দিয়ে ধুয়ে নিন।
শুকাতে হবে- সাবান দিয়ে ভাল করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করুন বোতল।
বেকিং সোডা – বোতলে অল্প জলে বেকিং সোডা দিয়ে সারা রাত রেখে দিন। পরে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিন।
ভিনিগার – বোতলে জলের সঙ্গে ১.৫ কাপ ভিনিগার, ১ চামচ বেকিং সোডা দিয়ে ভাল করে ঘষে পরিষ্কার করে, ধুয়ে শুকিয়ে নিন।