01 MAY 2025
BY- Aajtak Bangla
তীব্র গরমে ট্যাঙ্কের জল হয়ে যায় আগুন। এর থেকে রেহাই পাওয়া মোটেই সহজ নয়।
এই জলে হাত দিলেই হাতে ছ্যাঁকা লাগে। ফলে স্নান করা অসম্ভব হয়ে পড়ে। অনেকে আগে থেকে জল ভরে রাখেন।
আবার অনেকে জলে বরফ ঢেলে নেন। কোনওটাই খুব একটা কার্যকরী উপায় নয়।
তবে কিছু সহজ এবং কার্যকর পদ্ধতি অবলম্বন করে ট্যাঙ্কের জল ঠান্ডা রাখতে পারেন। এমন ট্রিক সহজে কেউ শেখাবে না।
নতুন ট্যাঙ্ক হলে সবসময় সাদা রঙের কিনবেন তা না হলে ট্যাঙ্কের রং সাদা করে দিতে পারেন।
ট্যাঙ্ক এমন জায়গায় রাখুন যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে। প্রয়োজনে ওপরে শেড তৈরি করে দিন।
এছাড়া, ভেজা পাটের ব্যাগ দিয়ে ট্যাঙ্ক ঢেকে রাখতে পারেন। এর বাষ্পীভবন প্রক্রিয়ার কারণে ট্যাঙ্কের তাপমাত্রা হ্রাস পায়। মাঝে মাঝে এটিকে ভিজিয়ে রাখুন জল একদম ঠান্ডা থাকবে।
ট্যাঙ্কের চারপাশে তাপ নিরোধক শীট লাগাতে পারেন। এতে জলের তাপমাত্রা দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকবে।