28 March, 2025

BY- Aajtak Bangla

জাদুকরি গুণ এই ফলের খোসায়, বার্ধক্যেও থাকে হরমোনের ভারসাম্য

তরমুজ গরমের ফল। এই ফল খেতে সকলেই পছন্দ করেন। তরমুজ হাইড্রেট করে শরীরকে। দামেও সস্তা।

অনেকেই জানেন না, তরমুজের খোসার উপকারিতা। তরমুজের খোসা রান্না করে খেতে পারেন। ডালের সঙ্গে সবজি মিশিয়ে যেভাবে খান, ঠিক সেভাবে। 

তরমুজের খোসা শরীরকে শক্তিশালী করে। বার্ধক্যেও ধরে রাখে যৌবন। কীভাবে খাবেন? 

ত্বকের জন্যও খুব উপকারী তরমুজের খোসা। এর সঙ্গে হলুদ ও মধু মিশিয়ে নিয়মিত মুখে লাগান। তাহলে ত্বকে জেল্লা ফিরে আসবে। 

তরমুজের খোসা খেলে ওয়ার্ক আউট করাও সহজ হয়ে যায়। এটি শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। এনার্জি রাখে ভরপুর। 

আপনার যদি প্রেশারের সমস্যা থাকে তাহলেও তরমুজের খোসা খুব উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 

কীভাবে খাবেন? তরমুজের খোসা ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তরমুজের হালুয়াও হয়। অনেকে আবার স্যালাডেও তরমুজের খোসা রাখেন। 

আলুর সঙ্গে তরমুজের খোসা মিশিয়ে তরকারিও করতে পারেন। 

বে এই খোসা কাঁচা খেলে অনেক বেশি উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা।