BY- Aajtak Bangla
12 August, 2024
প্রেমের শুরু থেকেই কি হিমশিম খেতে হচ্ছে আপনাকে? কিছুতেই কুলিয়ে উঠতে পারছেন না খরচে? পকেটে টাকা আনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় টাকা।
প্রেম করা এতো খরচের ব্যাপার জানলে এই পথে পা বাড়াতেন না কখনোই! অনেক প্রেমিকেরই অভিযোগ যে তাদের প্রেমিকার কারণে অতিরিক্ত খরচ হয় তাদের।
এটাও শোনা যা যে প্রেমিকের পকেটের কথা প্রেমিকা একেবারেই চিন্তা করে না। কিন্তু এমনটা কেন হয়? তাহলে কি আপনার প্রেমিকা লোভী? বুঝে নিন এই ৪টি লক্ষণ দেখে...
আপনার প্রেমিকাকে নিয়ে শপিং এ যেতে ভয় পাচ্ছেন? দোকানে গেলেই সব চাইতে দামী জিনিসটিই তার চাই? অধিকাংশ ক্ষেত্রে এ ধরণের প্রেমিকারা পুরোপুরি প্রেমিকের খরচেই চলে।
এই ধরণের নারীদের থেকে দূরে থাকাই ভালো। কারণ এধরনের খরুচে প্রেমিকারা সাধারণত প্রতারক হয়ে থাকে।
আপনার প্রেমিকা যদি আপনাকে সঞ্চয়ের ব্যাপারে একেবারেই উৎসাহিত না করে, ক্রমাগত অপ্রয়োজনীয় খরচ করতে উৎসাহিত করে তাহলে বুঝে নিন আপনার প্রেমিকা আপনার ভবিষ্যৎ সম্পর্কে ভাবে না।
আপনার প্রেমিকা যদি আপনার কাছ থেকে প্রায় সব সময়েই নানা অজুহাতে নগদ টাকা চায়, তাহলে আপনার উচিত আপনার এই সম্পর্কের বিষয়ে দশবার ভেবে দেখা।
যে প্রেমিকা তার প্রেমিককে দিয়ে অযথা টাকা খরচ করাবে, টাকা নষ্ট করে ফুর্তি করতে চাইবে বা টাকা নিয়ে ফেরত দেওয়ার কথা ভাবে না, তাহলে এই এই সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ।
আপনার প্রেমিকা কি আপনার আয় নিয়ে প্রতিনিয়তই কটু কথা শোনায়? যদি এমন হয়ে থাকে, তাহলে আপনার প্রেমিকাটি লোভী। কারণ, সে শুধুমাত্র টাকার জন্য আপনার ভালোবাসাকে অপমান করছে।