05 April, 2024

BY- Aajtak Bangla

প্রেমিকা রাগ করেছে? গলে জল হবে এই টিপসে

পুরুষেরা দেখে নিন, কী কী উপায়ে অল্প সময়ে প্রেমিকার রাগ ভাঙাতে পারবেন। নারীরাও পড়ে ফেলুন, আপনার সঙ্গীকে পরামর্শ দিতে পারবেন।

প্রেমিকার রাগ ভাঙানোর সবচেয়ে ভালো উপায় হলো, তাঁকে সময় দিন, স্পেস দিন। কয়েক ঘণ্টা বা দুই–এক দিন সময় দিলে কিন্তু রাগটা আপনাআপনিই চলে যেত।

আপনি মজার একটা মিম বা পছন্দের একটা গান পাঠাতে পারেন। এতে রাগ উবে গিয়ে আপনার প্রেমিকার মুখে হাসি ফোটার সম্ভাবনা অনেকখানি।

আজকাল বিভিন্ন পেজে রাগ ভাঙানো প্যাকেজ পাওয়া যায়। বিভিন্ন দামের উপহারের ডালা পাওয়া যায়। এই ডালা পেলে কোন মেয়েটা আর রাগ করে থাকবে? এর সঙ্গে একটা ‘সরি’ চিরকুট জুড়ে দিলে সোনায় সোহাগা। 

যত রাগের বরফই থাকুক, আপনি যখন সশরীর তাঁর বাড়ির সামনে চলে যাবেন, তখন সেই বরফ গলতে বাধ্য।

আধুনিকতা যতই আসুক, একটা প্রেমপত্রের ওজন এখনো অনেক বেশি। চিঠি পেয়েও রাগ করে থাকবে, এমন প্রেমিকা আছে নাকি? 

যদি রাগ খুব বেশিই হয়ে থাকে, তবে এই রাগ বেশি দিন স্থায়ী হতে দিয়েন না। যখন কোনও কিছুই কাজ করছে না, তখন স্ত্রী বা সঙ্গীকে আলিঙ্গন করে বসুন।

ভুল হলে ইগো ভুলে সরি বলতে পিছপা হবেন না। ক্ষমা চান, প্রেমিকারা আপনার থেকে যুক্তি বা তর্কের চেয়ে বেশি ‘সরি’ শুনতে পছন্দ করেন। 

মনে রাখবেন, প্রেমিকারা হলো অনেকটা বসের মতো। আর বস? ‘বস ইজ অলয়েজ রাইট’! একটু মানিয়ে নিন। বাকিটা ঠিক হয়ে যাবে।