BY- Aajtak Bangla
29 APRIL, 2025
সোনা যেমন খুবই মূল্যবান ধাতু, ঠিক তেমনই এটিকে শুভ বলে বিশ্বাস করা হয়।
অনেকেই সোনার গয়না পরে থাকেন। সোনার গয়না পরা শুভ বলে মনে করা হয়।
সোনার বিভিন্ন গয়নার মধ্যে অন্যতম হল আংটি।
পুরুষ-মহিলা নির্বিশেষে, অনেকেই হাতে সোনার আংটি পরেন।
কোন আঙুলে সোনার আংটি পরা সবচেয়ে শুভ, জেনে রাখুন...
জ্যোতিষ মতে, তর্জনী হল বৃহস্পতির প্রতীক। তাই এই আঙুলে সোনার আংটি পরা অত্যন্ত শুভ।
কনিষ্ঠ আঙুলও শুভ। এর সঙ্গে বুধের যোগ রয়েছে। এই আঙুলে সোনার আংটি পরলে সম্পদ বাড়ে।
তবে মধ্যমায় কখনও সোনার আংটি পরবেন না। এতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে।
বুড়ো আঙুলেও সোনার আংটি পরা উচিত নয়।