21 FEBRUARY 2023
বসন্ত চলছে। এখনও গরম পড়তে ঢের সময় বাকি। অথচ এখনই বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রা।
বিশেষ করে দেশের উত্তর এবং পশ্চিমে অংশে। পরিস্থিতি এমন যে ফেব্রুয়ারি মাসেই কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন।
পশ্চিম ভারতে কোঙ্কন এবং উত্তর-পশ্চিম ভারতের কচ্ছ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
গুজরাত, রাজস্থান, কোঙ্কন, গোয়া এবং কর্নাটকের উপকূল এলাকায় তারমাত্রা রয়েছে ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
তেমনই গুজরাতের সৌরাষ্ট্র, কচ্ছ ও পশ্চিম রাজস্থানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬-৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যেও তাপমাত্রা এখনই পৌঁছে গিয়েছে ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫-৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
মৌসম ভবন জানিয়েছে,এই প্রথম দেশে এতটা আগে তাপপ্রবাহের সতর্কতা জারি হল।
সাধারণত মার্চের শুরু থেকে এই ধরনের সতর্কতা জারি করা হয়। অনেকেই মনে করছেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবতেই হয়তো এই পরিস্থিতি।
সাধারণত গরমকালেই তাপপ্রবাহ হয়ে থাকে। কিন্তু গরমেই তাপপ্রবাহ হতে পারে এমন কোনও কথা নেই।
তা নির্ভর করে একটি অঞ্চলে নির্দিষ্ট সময়ের গড় তাপমাত্রার উপরে। সর্বোচ্চ তাপমাত্রার যা গড় থাকে,তার থেকে বেশি হলে তাপপ্রবাহ বলা যায়।