BY- Aajtak Bangla

বাংলায় বর্ষা ঢুকছে এই দিন থেকে, তারিখ জানাল আবহাওয়া দফতর

15 June, 2024

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। জুনের প্রায় মাঝামাঝি এসেও বর্ষার দেখা নেই।

রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

তবে অনেকেই বলছেন, গরম অনেক বেশি মনে হচ্ছে। তার মূল কারণ হল বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। এই কারণেই যা তাপমাত্রা, তার থেকেও অনেক বেশি গরমের অনুভূতি হচ্ছে।

এর আগে ১৪ জুন নাগাদ বর্ষার প্রবেশের সম্ভাবনা আছে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে তা পিছিয়ে যায়।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, আপাতত যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল।

তাতে মনে করা হচ্ছে আগামী ১৮ জুন নাগাদ গাঙ্গেয় বঙ্গে বর্ষার আগমন ঘটতে পারে।

ফলে আর কয়েকদিনের মধ্যেই গরম থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাবে দক্ষিণবঙ্গবাসী।

এরই মধ্যে শনিবার উপকূলবর্তী জেলাগুলি, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আপডেটের জন্য নজর রাখুন IMD-র অফিসিয়াল ওয়েবসাইটে।