BY- Aajtak Bangla
20 JUNE, 2024
বাঙালি বিয়ে ও সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বেনারসি শাড়ি।
অনেকেরই অজানা বেনারসির যত্ন কীভাবে নিতে হয়। জানুন কীভাবে বহু বছর পরেও শাড়িটি থাকবে সুন্দর।
বেনারসি অন্যান্য বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখবেন না ভুলেও।
দুটি বেনারসি পাশাপাশি রাখলেও খেয়াল রাখতে হবে, যাতে একটি শাড়ির সঙ্গে অন্য শাড়িটি ঘষা না লাগে।
ধাতব হ্যাঙারে ক্ষতি হতে পারে বেনারসির। প্লাস্টিকের হ্যাঙারে বা সুতির কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন।
সুতির কাপড়ে বেনারসি শাড়ি মুড়িয়ে আলমারিতে রাখলে সবচেয়ে ভাল থাকে। তবে সঠিক ভাঁজ করে রাখতে হবে।
ভুলেও বেনারসি শাড়ি বাড়িতে কাচতে যাবেন না। অবশ্যই ভাল লন্ড্রিতে দিয়ে, শুধুই ড্রাই ক্লিনিং করতে হয়।
বেনারসি শাড়ি বাড়িতে ইস্ত্রি করতে হলে বিশেষ খেয়াল রাখতে হবে। সরাসরি না করে, সুতির কাপড় শাড়ির উপর রেখে ইস্ত্রি করুন।
বেনারসি শাড়ি কড়া রোদে রাখলে ক্ষতি হবে। ঘরে পাখার তলায় শুকিয়ে নেওয়াই ভাল।
বেনারসিতে দাগ লাগলে ডিটারজেন্ট দিয়ে ঘষবেন না। এতে শাড়ির ক্ষতি হতে পারে।
সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে, এরপর নেইলপলিশ রিমুভার ব্যবহার করতে পারেন এবং এরপর টিস্যু পেপার দিয়ে জায়গাটি মুছে নিন।