BY- Aajtak Bangla
07 February 2025
বিয়েবাড়িতে ঠিক কী উপহার দেওয়া যায়, তা স্থির করা বেশ কঠিন কাজ। তবে চিন্তা নেই। আজকের প্রতিবেদনে সেই হদিশই পাবেন।
প্রথমেই কাকে উপহার দিচ্ছেন, সেটি নিয়ে ভাবুন। তাঁর সঙ্গে আপনার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বিচার করুন।
এরপর তাঁর পছন্দ-অপছন্দের বিষয়ে বোঝার চেষ্টা করুন।
ধরুন আপনার কোনও বন্ধু শিল্পপ্রেমী। এমন কাউকে আঁকা ছবি, ভাস্কর্য্য উপহার দিলে তিনি সবচেয়ে খুশি হবেন। নিজে হাতেও এঁকে দিতে পারেন।
আবার ধরুন আপনার কোনও আত্মীয়ার বাগানের শখ। তাঁকে বাগান করার সরঞ্জাম উপহার দিতে পারেন। কোনও শৌখিন ইন্ডোর প্ল্যান্ট দিতে পারেন।
রান্না করতে ভালবাসেন, এমন কাউকে মশলা রাখার সেট, ছুরির সেট, কড়াই ইত্যাদি দিতে পারেন।
খেতে ভালবাসেন, এমন কাউকে স্বাস্থ্যকর খাবারের প্যাকেজ দিন। যেমন, একটি বাক্সে ড্রাই ফ্রুটস, ইনস্ট্যান্ট পপকর্ন, চিজ, ডাইজেস্টিভ কুকিজ, বেকড চিপস সুন্দর করে সাজিয়ে উপহার দিতে পারেন।
শারীরিক কসরত, জিম করেন, এমন কাউকে রিস্ট ব্যান্ড, স্মার্ট ওয়াচ, প্রোটিন শেকারের বোতল উপহার দিতে পারেন।
কনের বন্ধুরা ঝুমকো দুল, ঘড়ি, পারফিউম, হাতে বানানো কার্ড,ছবি, গাছ, ব্যাগ দিতে পারেন।