15 MAY, 2024

BY- Aajtak Bangla

মাত্র ৫০০ টাকা খরচ, কলকাতার কাছেই রয়েছে এসব ঘোরার জায়গা

গরম থেকে মুক্তি পেতে এটাই কাছেপিঠে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। কিন্তু ছুটি পেলেই বাঙালিদের দিঘা-পুরীর কথায় সবার আগে মনে পরে।

ঘুরে আসুন এই ৮টি জায়গা থেকে। দূরত্ব, খরচ, দুটোই কম।

রায়চক ফেরি ঘাট থেকে ১৫ মিনিট দূরে গঙ্গার ধারে অবস্থিত ফোর্ট রিসর্ট থেকেও ঘুরে আসতে পারেন।

 যদি শান্ত পরিবেশে চান তবে ডায়মন্ড হারবার একেবারে আদর্শ স্থান। প্রকৃতিপ্রেমীদের মন একেবারে ভাল হয়ে যাবে।

শহরের কোলাহলে হাঁপিয়ে উঠেলে ঘ্রে আসুন দেউলটি থেকে। সঙ্গে দেখে আসুন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে।

নদীর কাছে বসে ছুটি কাটাতে চাইলে দেরি না করে চলে আসুন ফ্রেজারগঞ্জে।

১-২দিনের ছুটিতে কলকাতার কাছে অবস্থিত বাওয়ালি থেকে ঘুরে আসতে পারেন।

কোনও ধার্মিক স্থানে যেতে চাইলে দেরি না করে চলে আসুন দক্ষিণেশ্বর মন্দিরে।

যদি চান ছুটিতে কিছু অ্যাডভেঞ্চার করতে, তবে চলে আসুন বৈদিক ভিলেজ রিসর্টে। যা কলকাতাতেই অবস্থিত।

কলকাতা থেকে মাত্র ঘণ্টাখানেক গেলেই পেয়ে যাবেন পাম ভিলেজ। যার সৌন্দর্যে দেখলে আপনি আরও কিছু দিন থেকে যেতে চাইবেন।