31 January 2024

BY- Aajtak Bangla

কোন বয়সে কত কেজি ওজন থাকা উচিত? জেনে নিন 

ওজন নিয়ে কমবেশি সবাই সচেতন থাকেন, আসুন জেনে নিই কোন বয়সে কত কেজি ওজন পারফেক্ট। 

২-৫ মাস বয়সের বাচ্চাদের সঠিক ওজন ৩.৩ কেজি।

৬-৮ মাস বাচ্চাদের জন্য ৭.২ কেজি ওজন হওয়া উচিত।

৯মাস থেকে ১ বছরের শিশুদের জন্য ১০ কেজি হলে ভাল হয়।

২- ৫ বছর বয়সীদের জন্য ১১.৮-১২.৫ কেজি ওজনের হওয়া উচিত।

৬-৮ বছর বয়সের বাচ্চাদের সঠিক ওজন হল ১৪- ১৮.৭ কেজি।

৯ -১১ বছর বয়সের বাচ্চাদের জন্য ২৮- ৩১ কেজি ওজন হলে তা সঠিক।

১২-১৪ বছর যাদের বয়স, তাদের জন্য ৩২- ৩৮ কেজি ওজন হওয়া দরকার।

১৫-২০ বছর বয়সীদের জন্য ৪০-৫০ কেজি ওজনটি সঠিক।

২১-৩০ বছরদের জন্য ৬০-৭০ কেজি ওজনটি পারফেক্ট।

৩১-৪০ বছর যাদের বয়স তাদের জন্য সঠিক ওজন ৫৯-৭৫ কেজি।

৫১ থেকে ৬০ বছর বয়সীদের জন্য ৬০-৭০ কেজি ওজনটাই পারফেক্ট।