3 February, 2024

BY- Aajtak Bangla

মহিলাদের কতটা উচ্চতায় কত ওজন থাকা উচিত, দেখুন ওয়েট চার্ট

খাওয়াদাওয়ায় অনিয়ম। সারাদিন কাজ। ফলে বেড়ে চলেছে ওজন। উচ্চতা অনুযায়ী কত ওজন থাকা উচিত মহিলাদের?

কিন্তু অনেক মহিলাই জানেন না কোন ওজন ঠিক? উচ্চতা অনুযায়ী জেনে নিন

উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি  হলে স্বাভাবিক ওজন ৪১ থেকে ৫২ কেজি।

৫ ফুট উচ্চতায় স্বাভাবিক ওজন ৪৪ থেকে ৫৫.৭ কেজি।

৫ ফুট ২ ইঞ্চি উচ্চতায় ওজন ৪৯ থেকে ৬৩ কেজি।

৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা হলে ওজন ৪৯ থেকে ৬৩ কেজি। 

৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতায় স্বাভাবিক ওজন ৫৩ থেকে ৬৭ কেজি।

 ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা হলে ৫৬ থেকে ৭১ কেজির মধ্যে থাকা উচিত ওজন। 

৫ ফুট ১০ ইঞ্চি হলে ওজন হওয়া উচিত ৫৯ থেকে ৭৫ কেজি। 

৬ ফুট উচ্চতা হলে ওজন হওয়া উচিত ৬৩ থেকে ৮০ কেজি।