3 February, 2024
BY- Aajtak Bangla
খাওয়াদাওয়ায় অনিয়ম। সারাদিন কাজ। ফলে বেড়ে চলেছে ওজন। উচ্চতা অনুযায়ী কত ওজন থাকা উচিত মহিলাদের?
কিন্তু অনেক মহিলাই জানেন না কোন ওজন ঠিক? উচ্চতা অনুযায়ী জেনে নিন
উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি হলে স্বাভাবিক ওজন ৪১ থেকে ৫২ কেজি।
৫ ফুট উচ্চতায় স্বাভাবিক ওজন ৪৪ থেকে ৫৫.৭ কেজি।
৫ ফুট ২ ইঞ্চি উচ্চতায় ওজন ৪৯ থেকে ৬৩ কেজি।
৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা হলে ওজন ৪৯ থেকে ৬৩ কেজি।
৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতায় স্বাভাবিক ওজন ৫৩ থেকে ৬৭ কেজি।
৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা হলে ৫৬ থেকে ৭১ কেজির মধ্যে থাকা উচিত ওজন।
৫ ফুট ১০ ইঞ্চি হলে ওজন হওয়া উচিত ৫৯ থেকে ৭৫ কেজি।
৬ ফুট উচ্চতা হলে ওজন হওয়া উচিত ৬৩ থেকে ৮০ কেজি।