BY- Aajtak Bangla

এবার দুর্গাপুজোয় কোন ক্লাবগুলো ৮৫ হাজার টাকা অনুদান পাবে? 

23 July 2024

এবছর দুর্গাপুজোয় অনুদানের পরিমান বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

এতদিন পর্যন্ত ৭৫ হাজার টাকা অনুদান পেত ক্লাবগুলো। তবে এবার থেকে ৮৫ হাজার টাকা পাবে ক্লাব ও পুজো কমিটিগুলো। 

কিন্তু কারা পাবে এই অনুদান? ৪৩ হাজারের বেশি ক্লাবকে এই ৮৫ হাজার টাকা দেওয়া হবে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার অনুদান দেওয়া শুরু করে।

সেই সময় ২৫ হাজার টাকা করে দেওয়া হত ক্লাব বা পুজো কমিটিগুলোকে। সময় যত বেড়েছে ততই অনুদান বেড়েছে।  . .

গত বছর পর্যন্ত ৪৩ হাজারের কিছু বেশি ক্লাবগুলোকে এই টাকা দেওয়া হয়েছিল। যদিও ক্লাবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদেরও অনুদানও দেওয়া হয়েছে।  . .

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ২০২৫ সালে এই অনুদান বেড়ে হবে ১ লাখ টাকা। এবার পুজোর কার্নিভাল হবে ১৫ অক্টোবর।   . .

পুজো কমিটির বিদ্যুতের মাশুলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। সেই মাশুল আগে ছিল ৬৬ শতাংশ। 

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন। সেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে পুজো কমিটিগুলো ভিডিও কনফারেন্সে অংশ নেয়।